সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
জাতিসংঘ বিএনপির ২৫ হাজার নেতাকর্মীর মুক্তি চেয়েছে এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও কথায় বিএনপির নেতাকর্মীদের মুক্তি দেবে না সরকার।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ভোটে না আসতে পারার শোকে বিএনপি পাথর হয়ে গেছে। তাদের (বিএনপি) এখন আর কোনো আশা নেই। নির্বাচন না করে তারা কত বড় ভুল করেছে, তা অচিরেই বুঝতে পারবে।
তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলন করে জনতার ঢল নামবে, এসব শুনে এখন ঘোড়াও হাসে। নিজেদের নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে। তারা যতোই আন্দোলন করুক, জনগণ তো দূরে থাক নেতাকর্মীরাও সাড়া দেবে না।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাস পেরোনোর আগেই গরম হচ্ছে রাজনীতির মাঠ। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি।
একদফা দাবিতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার কালো পতাকা মিছিল করবে বিএনপি। ভোটের পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এর বিপরীতে আগের মতোই শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ।
অন্যদিকে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল সরকারবিরোধী কর্মসূচি নিয়ে রোববার মাঠে নামছে।