যুগান্তর প্রতিবেদন
দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘরছাড়া রাজধানীর খিলগাঁওয়ের ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের টঙ্গী থেকে উদ্ধার করা হয়। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, ২৯ জানুয়ারি খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার বাসা থেকে নিখোঁজ হয় তিন কিশোরী। ওইদিনই খিলগাঁও থানায় জিডি করা হয়। এরপর থেকে তাদের অনুসন্ধানে নামে পুলিশ। টঙ্গী এলাকায় যেই বাসায় আশ্রয় নেন, সেই বাসার মালিক জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোনে বিষয়টি জানান। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, কিশোরীরা পরিকল্পনা করে, তারা বিটিএসের তিন সদস্যকে বিয়ে করবে। এজন্য তারা ঘর ছেড়ে যায়। নিজেদের পরিচয় গোপন করে টঙ্গী এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিল। দক্ষিণ কোরিয়া যেতে প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য তারা পোশাক কারখানায় কাজ নেওয়ার পরিকল্পনাও করে।