সুবর্ণবাঙলা ডেস্ক
মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে সব জীবকেই ক্ষতিগ্রস্ত করছে বায়ুদূষণ। জীবাশ্ম জ্বালানিজনিত বায়ুদূষণের ফলে বদলে যাচ্ছে ফুলের ঘ্রাণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরাগায়ন।
নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, ফুলের ঘ্রাণ বদলে যাওয়ায় পরাগায়নে অংগ্রহণকারী পাখি বা কীটপতঙ্গের নির্দিষ্ট ফুলটির অবস্থান খুঁজে পেতে কষ্ট হচ্ছে।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্সে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন শক্তির উৎস থেকে উদ্ভূত নাইট্রেট রেডিকেলগুলো ফুলের ঘ্রাণ বদলে দিচ্ছে, যা এনও৩ নামে পরিচিত। জিও নিউজ