সিলেট ব্যুরো
..সিলেটে কুঁচে মাছ ধরতে গেলে পায়ুপথ দিয়ে জ্যান্ত কুঁচে ঢুকে পড়ে শিকারির পেটে। অবশেষে অস্ত্রোপচার করে বের করা হলো ২৫ ইঞ্চি দীর্ঘ জ্যান্ত কুঁচেটি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিওমেকের সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে এই অস্ত্রোপচার করা হয়। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। ডা. কাজী জানে আলম জানান, রোববার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গগা চা বাগানের ধনমুন্ডার ছেলে সমরা মুন্ডা (৫৫) স্থানীয় হাওড়ে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান।
তিনি জানান, মাছ ধরতে কাদামাটিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত কুঁচে মাছটি ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। পরে ২৫ ইঞ্চির কুঁচিয়া মাছটি পেট থেকে বের করা হয়।
ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, অস্ত্রোপচার করে তার পেট থেকে জ্যান্ত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ (জেল ফিস) উদ্ধার করা হয়েছে। এটা একটা অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল। রোগী পুরোপুরি সুস্থ আছেন।