অনলাইন ডেস্ক
ছবি: ভিডিও থেকে নেওয়া
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য ব্ল্যাক সি ইকনোমিক কোঅপারেশনের (পিএবিএসইসি) ৬১তম সাধারণ অধিবেশন চলাকালে রাশিয়ার প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া পতাকা কেড়ে নেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। খবর: নিউজউইক’র।
তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ওই অধিবেশনে ইউক্রেনের পতাকা ধরে দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনের সংসদ সদস্য ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি। রাশিয়ার ওই ব্যক্তি হুট করে এসে পতাকা ছিনিয়ে নেন। ওলেকসান্দ্র মারিকোভস্কিয়ি তেড়ে গিয়ে রুশ ব্যক্তিকে কিল-ঘুষি মেরে পতাকা কেড়ে নেন।
কিয়েভ পোস্টের বিশেষ সংবাদদাতা জ্যাসন জে স্মার্ট তাঁর ভেরিফায়েড টুইটার একাউন্টে বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ লাখ বার দেখা হয়েছে। হাজার হাজার মানুষ তা শেয়ার দিয়েছেন।
নিউজউইকের প্রতিবেদনে কিংবা ওই কিয়েভ পোস্টের সাংবাদিকের টুইটার পোস্টে পতাকা ছিনিয়ে নেওয়া রাশিয়ার প্রতিনিধির নাম পরিচয় উল্লেখ করা হয়নি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন করেছে।
???? ওহ অহশধৎধ ????????, ফঁৎরহম ঃযব বাবহঃং ড়ভ ঃযব চধৎষরধসবহঃধৎু অংংবসনষু ড়ভ ঃযব ইষধপশ ঝবধ ঊপড়হড়সরপ ঈড়সসঁহরঃু, ঃযব ৎবঢ়ৎবংবহঃধঃরাব ড়ভ জঁংংরধ ???????? ঃড়ৎব ঃযব ভষধম ড়ভ টশৎধরহব ???????? ভৎড়স ঃযব যধহফং ড়ভ ধ ???????? গবসনবৎ ড়ভ চধৎষরধসবহঃ.
ঞযব ???????? গচ ঃযবহ ঢ়ঁহপযবফ ঃযব জঁংংরধহ রহ ঃযব ভধপব. ঢ়রপ.ঃরিঃঃবৎ.পড়স/ুটগ৮ড়ক৪ওুঘ
— ঔধংড়হ ঔধু ঝসধৎঃ (@ড়ভভরপবললংসধৎঃ) গধু ৪, ২০২৩