কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় ৪ জনের মৃত্যু

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

অনলাইন ডেস্ক


মহাসড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় ৪ পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজ রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চারজন পথচারী। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে বলে জানান ওসি শাহীনুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *