বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কেএনএফের ১ জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে নিহতের নাম জানা যায়নি।
সোমবার (২২ এপ্রিল) রুমার মুনলাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বান্দরবানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মী (কেএনএফ’র) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় কেএনএফ’র ব্যবহৃত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।