সুবর্বাঙলা বিনোদন
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবার দেখা যাবে বিরাট ঘরনি অনুষ্কা শর্মাকেও। এই প্রথমবার তিনি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন। এর আগে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন, সোনম কাপুররা এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অনুষ্কাও। গত বছর এই রেড কার্পেটে দেখা গিয়েছিল উর্বশী রাউতেলা, হিনা খান ও অদিতি রাও হায়দরিকেও।
চলতি মাসের ১৬ তারিখ থেকেই শুরু হতে চলেছে এই উৎসব। চলবে ২৭ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই ভারতের ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন একটি ছবি টুইট করেছেন। যেটিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে। ছবির নীচে ইমানুয়েল লিখেছেন, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সঙ্গে একটি বৈঠক। আশা করি বিরাট আর ভারতীয় দল তাদের আগামী টুর্নামেন্টগুলিতে দারুণ পারফর্ম করবে। আর অনুষ্কার সঙ্গে কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া নিয়েও আলোচনা হয়েছে।
শোনা যাচ্ছে, এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত মহিলাদের সম্মানিত করা হবে। সেই সম্মান প্রদান করবেন অনুষ্কা শর্মা। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে থাকবেন টাইটানিক খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইনস্লেটও।