কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এই ঘোষণা করেন মমতা। এ বিষয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশও দিয়েছেন তিনি।
সোমবার রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য বিপজ্জনক হতে পারে। তাই শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
এর আগে তামিলনাড়ুতে এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। আবার মধ্যপ্রদেশে সরকার এই ছবিটিকে নিজের রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের বল্লেরির জনসভায় ‘দ্য কেরালা স্টোরি’র ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘এই ছবি সন্ত্রাসবাদের মুখোশ টেনে খুলবে।’
সুদীপ্ত সেন পরিচালিত এই চলচ্চিত্রটি গত ৫ মে হিন্দি, তামিল, তেলেগু এবং মাললায়ম ভাষায় মুক্তি পেয়েছে। তবে এটির টিজার প্রকাশের পর থেকেই সামাজিক গণমাধ্যমে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। এই সিনেমার প্রদর্শন বন্ধের জন্য হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টে আবেদন করা হলেও তা খারিজ হয়ে গিয়েছে।
সত্য ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনজন নারীর জীবনের ঘটনা অবলম্বনে এ চলচ্চিত্রে দেখানো হয়েছে, কেরালা রাজ্যের ৩২ হাজার নারীকে ইসলামে ধর্মান্তরিত করে ইসলামিক স্টেটে যোগদানের জন্য পাচার করা হয়েছে।
তবে ছবির পরিচালক সুদীপ্ত সেন বলেন, এই চলচ্চিত্রটি ইসলামবিরোধী মোটেই নয়। সন্ত্রাসবাদবিরোধী একটি চলচ্চিত্র করেছেন তিনি।