চাল-তেল-চিনির দাম কমছে

জাতীয়

অনলাইন ডেস্ক

সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার চেষ্টা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এই বাজেটে চাল, ভোজ্যতেল এবং চিনির দাম কমছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

জাতীয় সংসদে ‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে চাল, ভোজ্যতেল এবং চিনিসহ বেশ কিছুর পণ্যের দাম কমছে।

যেসব পণ্যের দাম কমছে
চাল, ভোজ্যতেল, চিনি, প্যাকেটজাত গুঁড়োদুধ, চকলেট, ল্যাপটপ, কার্পেট, উড়োজাহাজের ইঞ্জিন ও প্রোপেলর, দেশে তৈরি মোটরসাইকেল, রড, বার ও অ্যাঙ্গেল, লোহাজাতীয় পণ্য, দেশে উৎপাদিত বৈদ্যুতিক সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, কিডনি ডায়ালাইসিস, স্পাইনাল সিরিঞ্জ, ডেঙ্গু কিট, ক্যানসার চিকিৎসা, মিথানল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *