সুবর্ণবাঙলা ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশতম ব্যাচের যে সব বন্ধুরা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন তাদের সবাইকে ’সুবর্ণবাঙলা’র পক্ষথেকে আন্তরিক অভিনন্দন! তোমাদের সাফল্যে আমরা আনন্দিত! তোমাদের অর্জনে ‘আমরা একুশ’ এবং ‘সুবর্ণবাঙলা’ গর্বিত!
জোবায়দা বেগম পিটি , মোখলেসুর রহমান স্বপন , মিজানুর রহমান , শওকত আল রশীদ, দীপক কুমার সরকার
তোমাদের পেশাগত এই অর্জনে ‘আমরা একুশ’র সঙ্গে সুবর্ণবাঙলা পরিবারও অত্যন্ত আনন্দিত। তোমাদের প্রতি’ আমাদের দিলখোলা অভিনন্দন!
তোমাদের সাফল্য অব্যাহত থাকুক। তোমাদের মেধায়, দক্ষতায়,উদ্ভাবনীতে ঋদ্ধ হোক বাংলাদেশ সরকার। গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।তোমাদের জীবন হোক দীর্ঘ, সুস্থ এবং কর্মক্ষম।