কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বরিশালের মেয়র সাদিককে

অন্যান্য আইন আদালত জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা ডেস্ক

বরিশাল ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালনে বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলেছেন আদালত। তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান সোমবার বাদীপক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ-সহকারী বায়েজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার মামলায় সাদিকের বিরুদ্ধে ক্লাবের সভাপতির পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি, ক্লাব পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা ও পদ না ছাড়ার ঘোষণা দেওয়ার অভিযোগে মামলা হয়। তখন আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী মামলা দায়েরের পর আদালত শুনানির জন্য রেখে দেন। সোমবার বাদী আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্ত দিয়ে আসামির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন। আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা আবেদনের শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে সাদিক আব্দুল্লাহকে বরিশাল ক্লাব সংক্রান্ত কর্মকাণ্ডে কেন তাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না- আগামী ১০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *