শহীদুল্লাহ হলে ৪ ঘণ্টা সংঘর্ষ, তোপের মুখে সহকারী প্রক্টর

শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

সুবর্ণবাঙলা প্রতিবেদন

প্রক্টর ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

এ ঘটনায় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন এক সহকারী প্রক্টর।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাল্টাপাল্টি সংঘর্ষ চলমান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছেন। অন্যদিকে হলের ভেতর অবস্থান করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ছেন। ওই এলাকায় অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জানা গেছে, রাত ৮টার দিকে হলে যান বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি হল। সেসময় সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

চার ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিল না- এমন প্রশ্ন রাখেন তারা।

রাত সাড়ে ৮টায় শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল ও চানখারপুল মোড়ে উত্তেজনা বিরাজ করছে৷ থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা-ধাওয়া। ছাত্রলীগের নেতাকর্মীরা চানখারপুল মোড়ে অবস্থান নিয়েছে৷ আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের ভেতরে এবং হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *