সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছাত্রদের কোটা আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে রাজপথে ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন নির্মাতা আশফাক নিপুণ। জানিয়েছেন প্রতিবাদ। বরাবরই তাকে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে দেখা যায়।
এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সাম্প্রতিক সময়ে আওয়ামী সরকার পতনের পর কেউ কেউ ১৫ আগস্টের শোক দিবস পালন কিংবা শোক জানানো নিয়ে বিরোধিতা করছেন। এই বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের মতামত জানিয়েছেন এই গুণী নির্মাতা।
ফেসবুক পোস্টে আশফাক নিপুণ লিখেছেন, ‘বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। তিনি থাকবেন। গত ১৫ বছরে স্বৈরশাসনের দমন পীড়নের হাতিয়ার হিসেবে যেমন তাকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল, ঠিক তেমনি ছাত্র-জনতার গণ আন্দোলনেও ‘তোমার ১২টা বাইজে গেছে’ স্লোগানেও তিনি ছিলেন। আওয়ামী সরকারের একক কুক্ষিগত করার প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে যেভাবে বিস্মৃত করার চেষ্টা ছিল, আজকে শোক প্রকাশে বাঁধা প্রদানে, সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়ায় উনি পুনরায় জ্যান্ত হয়ে উঠছেন।’
তিনি আরও লিখেছেন, ‘মনে রাখবেন ৫ই আগষ্ট ছাত্র-জনতার সাথে সাথে তিনিও স্বৈরশাসন থেকে মুক্ত। বঙ্গবন্ধু এখন সবার। পতিত আওয়ামী স্বৈরশাসককে ঠেকাতে গিয়ে বঙ্গবন্ধুর কোনো অসম্মান যেন না হয়।’