বিনোদন ডেস্ক
রোকেয়া প্রাচী। ছবি: সংগৃহীত
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছে টেলিপ্যাব। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।
দোদুল জানান, শিগগিরই শৃঙ্খলাভঙ্গের কারণে প্রাচীকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
এই বিষয়ে রোকেয়া প্রাচী এখনো কোনো মন্তব্য করেননি। সহ-সভাপতির পদ হারালেও অবশ্য সাধারণ সদস্য হিসেবে টেলিপ্যাবে থাকবেন প্রাচী।
জানা গেছে, গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসাইন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন রোকেয়া প্রাচী।
গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শোক দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রাচী বরাবরই রাজনীতির অঙ্গনে বেশ সক্রিয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (ফেনী-৩) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও দল থেকে মনোনয়ন পাননি তিনি।