মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস-বুবলী

বিনোদন

বিনোদন ডেস্ক

ছবি: বুবলি ও অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। প্রথমে অপু বিশ্বাস প্রেমের পর বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা নাটকীয়তার পর বিচ্ছেদ হয় তাদের।

এরপর ‘বসগিরি’ সিনেমার নায়িকাকে বিয়ে করেন অভিনেতা শাকিব। এ বিয়ের খবরও প্রকাশ্যে আসার পর শুরু হয় নাটকীয়তা।

বর্তমানে বুবলীর সঙ্গে সংসারও প্রায় ভাঙনের পথে। যদিও তাদের সম্পর্কের শুরুটাই ধোঁয়াশায় ঘেরা। তবে বিভিন্ন সময় তারা একে-অপরকে আকার ইঙ্গিতে নানা মন্তব্য করে থাকেন বলে ধারণা নেটিজেনদের।

এবার এই দুই নায়িকা শাকিবকে ছাড়া ভিন্ন কারণে মুখোমুখি হচ্ছেন। কুরবানির ঈদ উপলক্ষে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সিনেপাড়ায়।

পর্দার এই লড়াইয়ে অপু বিশ্বাসের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানের। বন্ধন বিশ্বাসের চিত্রনাট্যে এটি প্রযোজনা করছেন অপু বিশ্বাস নিজেই। এদিকে প্রহেলিকা সিনেমা পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *