‘খেলা হবে’ স্লোগান এবার আলিয়ার ভাটের মুখে!

আন্তর্জাতিক বিনোদন

সুবর্ণবাঙলা বিনোদন ডেস্ক

আলিয়া ভাট-রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার মুক্তি পেয়েছে পরশু। ট্রেলারটি নিয়ে যতোটা না সাড়া, তারচেয়ে বেশী এই ছবির একটি সংলাপ নিয়ে মেতেছেন বাংলা ভাষাভাষি দর্শক! কী সেই সংলাপ?

করণ জোহর পরিচালিত এই ছবিতে বাঙালি কন্যার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। ট্রেলারে তার মুখেই এবার শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান! যা নিয়ে রীতিমত শোরগোল নেটদুনিয়ায়!

ছবিতে রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আলিয়া। বুদ্ধিমতী, শিক্ষিতা মেয়ে রানি। অন্য়দিকে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে কোনওরকম জ্ঞানশূন্য, পাঞ্জাবি মুণ্ডার চরিত্রে রয়েছেন রণবীর সিং। রানির বাবা-মায়ের চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ‘রকি রান্ধাওয়া’ রণবীরের পরিবারের সদস্য হিসাবে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র।

ছবির ট্রেলারে আলিয়াকে বলতে শোনা যায় ‘খেলা হবে’! যা শুনে বাঙালি দর্শকের উচ্ছ্বাস যেন ঠিকড়ে পড়ছে! শুধু সাধারণ দর্শক নয়, আলিয়ার মুখের এই সংলাপ মন জয় করেছে টলিউড তারকাদেরও! তাইতো শুভশ্রী-সৌমিতৃষারাও ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন- ‘খেলা হবে’। জানা গেছে ২৮ জুলাই বলিউডের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে। মমতা ব্যানার্জীকেও প্রায়শই এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। আর এখন বাংলা ভাষাভাষি মানুষের গণ্ডি ছাড়িয়ে বলিউড সিনেমায় ব্যবহৃত হল ‘খেলা হবে’ সংলাপটি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *