সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর তাকে বলা দেওয়া হয়েছে, তার সেনাদের আর ইউক্রেন যুদ্ধে লড়াই করার প্রয়োজন নেই।
তাকে রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়ার সেনারাই যথেষ্ট।’ খবর রয়টার্সের।
রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির নিম্নকক্ষের সভাপতি কর্নেল-জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ এ বিষয়ে বলেন, ‘আপনি জানেন, বিদ্রোহের চেষ্টার কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যুদ্ধে জড়িত সবাইকে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে আসতে হবে।’
‘সবাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে। কেবল প্রিগোজিন ছাড়া। এর পর পর প্রিগোজিনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার দলের সদস্যরা আর ইউক্রেন যুদ্ধে অংশ নেবে না। আর এ কারণে তারা রাষ্ট্রীয় অর্থও আর পাবে না।’
গত সপ্তাহে ভাড়াটে বাহিনী ওয়াগনার পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যদিও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে বেলারুশে চলে যায়।
আরও পড়ুন: মক্কায় হিটস্ট্রোকের শিকার বহু হজযাত্রী
এদিকে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনারের সেনারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারে।