প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় সদর ঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণ

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা প্রতিবেদক

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিক আগুনের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সময় লঞ্চটিতে কোনো যাত্রী ছিলো না। এসময় লঞ্চটি সময় লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা লঞ্চ থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তিন তলা বিশিষ্ট ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। সাধারণত সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস আ্যন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: মধ্যরাতে মদ পান করে কার রেসিং, প্রাণ গেল দুইজনের

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

(সৌজন্যে: ‘৭১ টিভি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *