কোম্পানীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকার সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শাফিকুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছালে নোহা মাইক্রোবাসের একটি চাকা ব্লাস্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে সেখানে মাইক্রোবাসচালকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *