সেরা তিনে লিটন, ছাপিয়ে গেল কোহলি-রুটদের !

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাটেই তার ব্যাট কথা বলছে। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ২০২০ সাল থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে আছেন এই ওপেনার।

সেরা রান সংগ্রাহকের তালিকায় লিটনের ওপরে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ দশমিক ৬৭ গড়ে রান করেছেন পাঁচ হাজার ৮১২। যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬ দশমিক ৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন চার হাজার ৪৭৮ রান।

এ তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও ভিরাট কোহলির মতো তারকাকে। বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটার ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন চার হাজার ২৬৮ রান।

চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *