দিল্লির প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ঘটণা- দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

ভোরবেলা ভয়াবহ আগুন লাগল দিল্লির পিভিসি মার্কেটে। ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার দিল্লির টিকিরি কালন এলাকার পিভিসি বাজারের একটি প্লাস্টিক গোডাউনে। ভোরবেলা আচমকা আগুনের হলকা দেখে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে আগুন। তীব্র দাহ্য প্লাস্টিকের প্রভাবে প্রায় আকাশ ছুঁয়েযায় আগুনের লেলিহান শিখা। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ার কুণ্ডলিতে। এই দৃশ্য দেখে বিলম্ব না করে দমকলে খবর দেন স্থানীয়রা। অকুস্থলে পৌঁছয় দমকলের ২৬টি ইঞ্জিন। এতগুলি ইঞ্জিনের মিলিত প্রচেষ্টাতেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের গোডাউনটি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আগুন লাগার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বহু কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে জ্বলন্ত প্লাস্টিক গোডাউনটিকে। কী কারণে এই ভয়াবহ আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রীষ্মকালের এই সময়টা সাধারণত বছরের অন্যান্য দিনগুলির তূলনায় আগুন লাগার প্রবণতা বেশি থাকে। তাই বছরের এই নির্দিষ্ট সময়ে বেশি তৎপর থাকে দিল্লির দমকল বিভাগ। গত বছরই দিল্লির একটি বহুতল বাজারে ভয়াবহ আগুন লেগে প্রাণ হারান ২৭জন মানুষ। এই বছর যে কোনও মূল্যে তেমন কোনও অপ্রীতিকর ঘটনা আটকাতে চাইছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *