জঙ্গিবিমানে উড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

বিমানবাহিনীর প্রশিক্ষিত এক চালকের সঙ্গী হয়ে প্রথমবার জঙ্গিবিমানে করে উড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার আসামে ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত ঘাঁটি তেজপুরে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে ওঠার আগে তাকে হাতে ব্যালিস্টিক হেলমেট নিয়ে মধ্যাকর্ষণ-বিরোধী স্যুটে দেখা গেছে।

রাষ্ট্রপতি মুর্মু ওই জঙ্গিবিমানে করে প্রায় ৩০ মিনিট ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির ওপর দিয়ে উড়ে হিমালয় দেখে ফের বিমানবাহিনীর ঘাঁটিটিতে ফেরেন। খবর এনডিটিভির

১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার ওই জঙ্গিবিমানটি ওড়ান। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি দুই কিলোমিটার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে উড়েছে।

মুর্মু এ ধরনের বিমানে চড়া ভারতের তৃতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। এর আগে ২০০৯ সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলও এরকম জঙ্গিবিমানে উড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *