মোস্তাফিজ নেই দিল্লি একাদশে

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

মোস্তাফিজুর রহমান

গত ১ এপ্রিল বিশেষ বিমানে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নেয় দিল্লি ক্যাপিটাল। অনেকে ভেবেছিলেন এবার বাংলাদেশ দলের তারকা পেসার হয়তো দ্রুতই সুযোগ পাবেন দিল্লির একাদশে।

কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ নিয়ে টানা তিন ম্যাচে মোস্তাফিজকে থাকতে হয়েছে ডাগআউটে। একাদশে সুযোগ না পেলেও ফিজ অবশ্য দিল্লি ক্যাপিটালসের ফেসবুক অর্থাৎ সামাজিক মাধ্যমে ভালোই গুরুত্ব পাচ্ছেন।

মোস্তাফিজের ছবি পোস্ট মানেই যে হাজার হাজার রিঅ্যাকশন, কমেন্ট আর শেয়ারে প্লাবিত হওয়া। পোস্টের রিচ মুহূর্তেই আকাশছোঁয়া। বাংলাদেশের দর্শকদের আবেগকে কাজে লাগানোর এ সুযোগ দিল্লি হাতছাড়া করতে চাইছে না।

শনিবার গোয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে দিল্লি কেপিটালস।

একাদশে জায়গা পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিখ নরকিয়ার সঙ্গে। শুধু ফিজ নন; বিদেশি কোটায় একাদশে ধারাবাহিক সুযোগ পেতে যথেষ্ট পরীক্ষা দিতে হয় সব তারকা ক্রিকেটারকেই।

রাজস্থানের বিপক্ষে দিল্লি দলে বিদেশি কোটায় নরকিয়ার সঙ্গে খেলছেন ডেভিড ওয়ার্নার, রাইলি রুশো ও রোভমান পাওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *