সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
আবারও সেরার শিরোপা পেলেন শাহরুখ খান। বিশ্ব বিখ্যাত টাইম পত্রিকার বার্ষিক প্রভাবশালীদের তালিকায় ১ নম্বর স্থান দখল করলেন বলিউডের বাদশা। ২০২৩ সালের টাইম-১০০ রিডার পোল-এ সবাইকে টেক্কা দিয়ে বিশ্বের তামাম প্রভাবশালী ব্যক্তিদের দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। পিছনে ফেলেছেন তাবড় তাবড় হলিউড অভিনেতা, খেলোয়াড়, উদ্যোগপতী ও রাজনীতিবিদদের। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে জনগণের মতামত নিয়েছিল টাইম। সেই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন প্রায় ১২ লক্ষ মানুষ। তার ৪% মানুষের সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তকমা পেয়েছেন কিং খান। ৩% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা। তৃতীয় স্থানেও নেই কোনও একক ব্যক্তি। সেই জায়গায় ঠাঁই পেয়েছে বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। এহেন তালিকাতেও প্রথম স্থানে থাকায় শাহরুখের জগতজোড়া খ্যাতি আবারও প্রমাণিত হল বলে মনে করছেন তাঁর ফ্যানেরা। শাহরুখের পরে এই তালিকায় যেসব নাম রয়েছে তাও নেহাত ছোটোখাটো নয়। সেরিনা উইলিয়ামস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, লুলা ডি সিলভার মতো ব্যক্তিরা রয়েছেন শাহরুখের পিছনে। প্রসঙ্গত, সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা লায়োনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে।