যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল মিছিলে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বার্ষিক মোটরসাইকেল মিছিলে গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার রেড রিভার শহরে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেল র‍্যালির ওয়েবসাইটে বলা হয়েছে, ৪১তম মেমোরিয়াল ডে উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেটি ২৫ মে থেকে শুরু হয়ে ২৯ মে পর্যন্ত চলবে। এই মোটরসাইকেল র‍্যালিতে ২৮ হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *