সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি : সংগৃহীত
মাদক পাচারের দায়ে প্রায় দুই দশক পর প্রথমবারের মতো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে সিঙ্গাপুরে। শুক্রবার (২৮ জুলাই) ৪৫ বছর বয়সী সারিদিউ জামানির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মৃত্যুদণ্ডের মামলা ট্র্যাক করা সংস্থা ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভ (টিজেসি) জানিয়েছে, এর আগে ২০১৮ সালে ৩০ গ্রাম হিরোইন পাচারের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
সবশেষ ২০০৪ সালে মাদক পাচারের দায়ে ৩৬ বছর বয়সী নারী হেয়ারড্রেয়ার ইয়েন মে উইয়েনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ ছিল।
এদিকে গত বুধবারেই চাঙ্গি কারাগারে ৫৬ বছর বয়সী মালয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধেও ৫০ গ্রাম হেরোইন পাচারে যুক্ত থাকার অভিযোগ ছিল।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে কঠোর মাদক আইনের দেশগুলোর একটি সিঙ্গাপুর। সাম্প্রতিক বছরগুলোতে মাদক আইনে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনার মুখে পড়েছে দেশটি।