চবির একুশ তম ব্যাচের ’ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ’ আগামীকাল বোট ক্লাবে

শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

সুবর্ণবাঙলা ডেস্ক

ছবি: চবির স্বাতন্ত্র্য শাটল ট্রেন, চবির প্রতিক (পেছন থেকে দেখা সাম্পান) এবং চবির কেন্দ্রীয় শহীদ মিনার।

আগামী কাল ২৮ জুলাই শুক্রবার মহা ধুমধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের ’ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ’। ব্যাচ ভিত্তিক অনুষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে বেশি বন্ধু/সতীর্থদের উপস্খিতি থাকছে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করতে ১৭ মে মাসুদ চৌধুরীর গুলশানের বাসায় একুশ ব্যাচের অনেক বন্ধুদের উপস্থিতিতে, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব মানজারুল মান্নান কে আহবায়ক এবং বিশিষ্ট ব্যবসাযী শামীমুল হাসান শিমুল কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং ঐ দিনই বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়। প্রায় ৬শত বন্ধু এ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। প্রায় তিন যুগ পরে বন্ধুদের অনেকের সঙ্গে দেখা হওয়া, আনন্দ আড্ডাি, গল্প উচ্ছ্বাসের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ গ্রহণে থাকছে (ভারতীয়) ইন্ডিয়ান আইডলের শিল্পীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *