৮০ হাজার টাকা ফেরত দিল স্কুলছাত্রী

অন্যান্য শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হোগলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের কৃষক আবুল কালামের মেয়ে রাবেয়া আক্তার ও সহপাঠী শারমিন আক্তার এবং নাজমা আক্তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে রাস্তায় ৮০ হাজার টাকা কুড়িয়ে পায়। এরই মধ্যে প্রকৃত মালিক উপজেলার মেঘশিমূল গ্রামের গৃহিণী রাবেয়া বেগম ব্র্যাক ব্যাংক থেকে ঋণের টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হারিয়ে ফেলে।

হারিয়ে যাওয়া টাকা খোঁজার জন্য ব্র্যাক ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জানালে ব্যাংকে থাকা আগিয়া ইউনিয়নের ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় ছোটাছুটি করতে থাকেন। এ সময় স্কুলযাত্রী রাবেয়া আক্তারের সামনে এলে রাবেয়া জিজ্ঞেস করে আপনাদের কি কোনোকিছু হারানো গেছে? পড়ে তারা জানান তাদের এক সদস্যের নেওয়া ঋণের ৮০ হাজার টাকা হারানো গেছে। তখন স্কুলছাত্রী রাবেয়া আক্তার জানায় সে টাকাগুলো মসজিদের সামনে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। ব্র্যাক ব্যাংকের ম্যানেজার ও স্থানীয় ইউপি সদস্য এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেয় ওই ছাত্রী। টাকার মালিক রাবেয়া বেগম বলেন, ওর সততা দেখে অবাক হয়েছি। ও চাইলে কাউকে না বলে খরচ করতে পারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *