সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ফেনী-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন হবে। ফেনী-১ আসনের অবকাঠামো উন্নয়ন হবে। ধারাবাহিক উন্নয়ন হবে।
আমাদের বিশাল তরুণ সমাজের একটা অংশ শিক্ষিত বেকার। আর এই বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশেষ করে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ব্যবস্থা করলে এই সমস্যা সমাধান হবে। আমার প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ সমাজকে কর্মমূখী করা।
শনিবার বিকালে ছাগলনাইয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মইয়া গ্রামে মৌলভী সামছুল করিম মাদ্রাসা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি কোন হানাহানী চাইনা। আমি সকলের জন্য কাজ করবো। সকল জনগণের বিপদআপদে আমি পাশে থাকবো। কে কোন দল করে তা দেখার বিষয় না। আমি সবার জন্য জনপ্রতিনিধি হতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নরুন নেওয়াজ সেলিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য জানান উদ্দীন আহমেদ গান্ধ, জাফর উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা সভাপতিত্বে গথ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, গৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকে ঘোগাম ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন এবং সন্ধ্যায় পাঠাননগর ইউনিয়নে গণসংযোগ করেন।