বিবাহিত বান্ধবীকে বিয়ে করতে সিলেটের তরুণী সাতক্ষীরায়

অন্যান্য জীবনযাপন

সাতক্ষীরা প্রতিনিধি


প্রতীকী ছবি

বিবাহিত বান্ধবীর প্রেমের টানে ছুটে এসে সিলেটের তরুণী এখন সাতক্ষীরার কলারোয়ায় নববিবাহিত তরুণীর বাড়িতে অবস্থান করছেন। তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। বুধবার রাতে এমন ঘটনা ঘটেছে।

এমন অবস্থায় তাদের নিয়ে বিপাকে পড়েছে বিবাহিত তরুণীর পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে কলারোয়ায় গিয়ে এক গৃহবধূকে (২৫) বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চায় সিলেট গোয়াইনঘাট এলাকার তরুণী (২৩)। বর্তমানে তরুণী কলারোয়ায় গৃহবধূর বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকে ওই দুই তরুণীর পরিচয় হয়। এরপর ইমোর মাধ্যমে গড়ে ওঠে দীর্ঘ দিনের সমকামিতা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের দুইজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং দুই পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাদের দুইজনকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *