সুবর্ণবাঙলা প্রতিবেদন
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ১ বছর ৬ মাস বৃদ্ধি করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে অনুসারে জাবেদ পাটোয়ারী আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে এই নিয়োগ পেয়েছেন। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ১৪ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
তখন তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।
অন্যান্য রদবদল: পৃথক আদেশে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) মো. মোকাবিবর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. ফরিদ উদ্দিন আহমদকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে সংস্কৃতি ব্যক্তিত্ব দৈয়স মাহবুবা করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সুবর্ণবাঙলা প্রতিবেদন
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ১ বছর ৬ মাস বৃদ্ধি করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে অনুসারে জাবেদ পাটোয়ারী আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে এই নিয়োগ পেয়েছেন। বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ১৪ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
তখন তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।
অন্যান্য রদবদল: পৃথক আদেশে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) মো. মোকাবিবর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. ফরিদ উদ্দিন আহমদকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে সংস্কৃতি ব্যক্তিত্ব দৈয়স মাহবুবা করিমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।