মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

আন্তর্জাতিক

ডিজিটাল আন্তর্জাতিক ডেস্ক

আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন।

মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত মৃত্যুদণ্ড বিলোপ আইন বলেছে, আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং যে কোনো বিদ্যমান মৃত্যুদণ্ডকে কারাবাসে রূপান্তরিত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে নতুন আইনটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে স্বাগত জানিয়ে বলেছে।

তবে জরুরি অবস্থার সময় মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, আমরা কর্তৃপক্ষকে এখন দ্রুত মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিলুপ্তির দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করছি। বিল সংশোধনীর অন্তর্ভুক্ত ধারাটি জরুরি অবস্থার সময়কালের জন্য মৃত্যুদণ্ড ব্যবহারের অনুমতি দেয়।

এ দিকে বিধান বিলুপ্তির বিষয়ে জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেন, মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা আইনি সংস্কারের চেয়েও বেশি কিছু। এটা ন্যায়বিচার আর মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের একটি বিবৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *