নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

জাতীয়

যুগান্তর প্রতিবেদন

নওগাঁর রানীনগরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম ও ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুজ্জামান।

সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *