সুবর্ণবাঙলা ডেস্ক
ট্যাংক
ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার সকালে (স্থানীয় সময়) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতের হামলায় ইউক্রেনে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এগুলোর মধ্যে নয়টি ড্রোন এবং নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তারা। রয়টার্স।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি সুবিধাগুলোর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে বিমান অভিযান জোরদার করেছে। এর ফলে ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে যেমন ব্ল্যাকআউট হতো, তা আবারও ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। শনিবার ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে জানিয়েছে, তাদের ছয়টি প্ল্যান্টের মধ্যে পাঁচটিই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এগুলো প্রায় ৮০ শতাংশ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। এগুলো মেরামত করতে অন্তত ১৮ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ডিটিইকে।
এদিকে রুশ আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে প্যারিস শত শত সাঁজোয়া যান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। শনিবার ফরাসি সাপ্তাহিক সংবাদপত্র লা ট্রিবিউনকে বলেছেন, ‘বিস্তৃত ফ্রন্ট লাইন ধরে রাখার জন্য আমাদের ভিএবির মতো যান ইউক্রেন সেনাবাহিনীর প্রয়োজন।’ ফ্রান্স বর্তমানে নতুন গ্রিফন সাঁজোয়া যানের পাশাপাশি তার ভিএবি বহরকে উন্নয়ন করেছে, ভিএবি বহরের মধ্যে কিছু ৪০ বছরেরও বেশি পুরোনো যা পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে। লেকর্নু আরও বলেছেন, ‘এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্রও তৈরি করছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন, ফ্রান্স ইউক্রেনকে একটি নতুন প্রতিরক্ষা প্যাকেজ প্রদান করবে। যাতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু সেই সময়ে প্যাকেজের বিশদ বিবরণ প্রকাশ করেননি। ২০২৪ এবং ২০২৫ সালের প্রথম দিকে ইউক্রেনকে শত শত ভিএবি পাঠানোর কথা জানান লেকর্নু।