নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেতা রাহুল ব্যানার্জীর দ্বন্দ্ব এবার প্রকাশ্যে!

বিনোদন

সুবর্ণবাঙলা বিনোদন

কলকাতার তারকা নির্মাতা রাজ চক্রবর্তী। সদ্যই প্রকাশিত হয়েছে তার আসন্ন ছবি ‘আবার প্রলয়’ এর ট্রেলার! যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য করে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জী।

ট্রেলার নিয়ে কী মন্তব্য করেছেন রাহুল? ‘আবার প্রলয়’এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর এই অভিনেতা রাজকে খোঁচা দিয়ে লেখেন- ‘যে একদা কপি করিত, সে আজও কপি করে। শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠির লুক কপি করে। এটাই যাৃ।’

রাজের ব্লকবাস্টার ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ এর মাধ্যমে সিনেমায় পা রাখেন রাহুল। সেই পরিচালককে নিয়েই এম আক্রমণ করে সমালোচনার শিকার অভিনেতা। এ বিষয়ে কলকাতার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমি ইঙ্গিত করিনি, আমি রাজকে উদ্দেশে করেই বলেছি। লোকে বলছে আমি যার সঙ্গে শুরু করেছি তাকে নিয়ে এ-সব কেন বললাম! সবার প্রথম কথা, যদি শুরু করেও থাকি, তাহলেও যেটা কপি সেটা তো কপিই।’

এরপরই রাজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুলেন রাহুলের। তিনি বলেন, ‘লোকের স্মৃতি তো খুব কম, আমি মনে করিয়ে দিচ্ছি। ২০০৮-এর আগস্টে আমাদের ছবি (চিরদিনই তুমি যে আমার) রিলিজ করে। ২০০৯-এর জানুয়ারি মাসে বাংলার সর্বাধিক প্রচারিত দৈনিকে রাজ সাক্ষাৎকার দেন এবং বলেন- রাহুল একটা অসৎ ছেলে। রাহুল খুব খারাপ একটা মানুষ। আমি ভবিষ্যতে ওকে কোনও কাজ তো দেবই না। আমি চাইব না ওকে কেউ নিক- এটা উনি বলেন। আমার বাবা তখন বেঁচে। উনি খুব আঘাত পান। ওই সংবাদপত্র সবার বাড়িতে যায়, সবার সামনে উনি আমাকে অসৎ বলে দিলেন!”

এখানেই থামেননি রাহুল বলেন, ‘সেই ঘটনার পর ১৫ বছর আমি ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছি। আর যাই হোক আমাকে অন্যকেউ অসৎ বলেনি। অনেক পরিচালক আমাকে বহুবার কাস্ট করেছেন। আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজের চেষ্টায়। ১৫ বছর ধরে কেউ ঘি খেতে পারে না। এখন আর চিরদিনের হাওয়ায় রাহুল ভেসে বেড়াচ্ছে না’।

রাজের সেই সাক্ষাৎকারের পর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলেও জানান রাহুল। সেই সময়ে নবাগত অভিনেতা ছিলেন। অবসাদে খারাপ কিছুও করে ফেলতে পারতেন! এমন আশঙ্কার কথাও বলেন তিনি। বলেন,“আমি যদি গ্রামের একটা ছেলে হতাম, এই শহরে একা এসে স্ট্রাগল করতাম, আমার যা ডিপ্রেশন হয়েছিল সেই সময়। যদি আমার বাবা-মা পাশে না থাকত, প্রিয়াঙ্কা পাশে না থাকত তাহলে এই শহরে একটা সুশান্ত সিং রাজপুত হতে পারত।”

ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কেন কখনও রাজের সঙ্গে কথা বলেননি রাহুল? এমন প্রশ্নে সেই সাক্ষাৎকারে রাহুল জানান,“রাজ যা বলেছেন তা তো ৮ কোটি মানুষ পড়েছে, তাই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেও সেটা বদলে যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *