ফের বড়পর্দায় অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা

বিনোদন

বিনোদন ডেস্ক


প্রীতি জিনতা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। লাস্যময়ী হাসি এবং নিজের অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ফের বড়পর্দায় ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন প্রীতি।

আনন্দবাজারের অনলাইনে বলা হয়েছে- নব্বইয়ের দশকের শেষের দিকে শাহরুখ খান অভিনীত ছবিতে কাজ করে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিনতা। প্রথম ছবি ‘দিল সে..’। মণি রতœম পরিচালিত ওই ছবির মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি প্রীতির। তার পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’-র মতো ছবিতে কাজ করেছেন প্রীতি। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো তাবড় তারকাদের সঙ্গে। তবে গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই নাকি পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

এর আগে ‘হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফর্জ’ ছবিতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর-২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *