ল’রিয়ালের অ্যাম্বাসেডর হলেন আলিয়া

বিনোদন

বিনোদন ডেস্ক


আলিয়া ভাট

বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর এবার প্যারিসের ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে ল’রিয়াল প্যারিস। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘নারীরা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’

এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়ই বিভিন্ন স্কিনকেয়ার টিপস শেয়ার করেন তিনি আলিয়া। এবার আলিয়াকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।

২০২২ রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। তিনি অভিনয়ের পাশাপাশি একজন সফল বিনিয়োগকারীও।

এড-এ-মাম্মা বলে নিজের একটি জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তার। ২০২০ সালে এটার পথচলা শুরু। তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *