শিল্পার বাংলোয় চুরি, জুহু থানায় অভিযোগ দায়ের, ধৃত ২

বিনোদন

সুবর্ণবাঙলা বিনোদন ডেস্কে

একের পর এক তারকাদের বাড়িতে চুরির ঘটনা মাঝেমধ্যেই প্রকাশ্যে আসছে। মাস কয়েক আগেই সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যের বাড়িতে চুরি ঘটনা সামনে এসেছিল। কয়েক কোটির গয়না হাতিয়ে চম্পট দেয় চোর। এরপর গায়ক সোনু নিগম, জ্যাকি শ্রফের স্ত্রী এবং সলমন খানের বোনের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। এবার সেই একই ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী শিল্পা শেট্টিও।

জানা গিয়েছে, গত সপ্তাহেই শিল্পার জুহুর বাংলো থেকে খোয়া গিয়েছে বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। বিষয়টি জানার পরই জুহু থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে মুম্বই পুলিস। কে বা কারা শিল্পা শেট্টির বাড়িতে চুরি করেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় ১৫ জুন, বৃহস্পতিবারই দু’জন অভিযুক্তকে আটক করেছে পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

জুনের ৮ তারিখ এই বাংলোতেই জন্মদিন পালন করেন বলিউড অভিনেত্রী। বর্তমানে অবশ্য সপরিবারে ইতালিতে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি-ভিডিও। জানা গিয়েছে, খুব শীঘ্রই তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে রোহিত শেট্টির ইন্ডিয়ান পুলিস ফোর্স-এ দেখা যাবে। এছাড়াও চলতি বছর দীর্ঘ ১৮ বছর পর কন্নড় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করছেন শিল্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *