বিমানবন্দরে হয়রানির মুখে অভিনেত্রী

বিনোদন

অনলাইন ডেস্ক

সুরভি চাঁদনা।

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পর এবার মুম্বাই বিমানবন্দরে হয়রানির মুখে পড়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী সুরভি চাঁদনা।

একটি উড়োজাহাজ সংস্থার নাম উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, মুম্বাইয়ে নামার পর একটি গুরুত্বপূর্ণ লাগেজ এখনো বুঝে পাননি তিনি। লাগেজটি কোথায় আছে তা–ও সুনির্দিষ্ট করে জানায়নি ওই সংস্থা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ‘নাগিন ৫’ খ্যাত অভিনেত্রী সুরভি। এক্সে সংশ্লিষ্ট সংস্থাটি সবচেয়ে বাজে এয়ারলাইনসের পুরস্কার পাবে উল্লেখ করে তিনি লিখেছেন, আমাদের পুরো দিন নষ্ট করেছে। এয়ারলাইনসের কর্মীরা রীতিমতো হয়রানি করেছে। আমি বলব, এই এয়ারলাইনসে ভ্রমণের আগে অন্তত ১০০ বার ভাবতে পারেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি দ্রুত খতিয়ে দেখছে তারা।

রাধিকা আপ্তেও হয়রানির মুখে পড়েছেন মুম্বাই বিমানবন্দরে। সহযাত্রীদের সঙ্গে আটকে পড়েছিলেন তিনি। এ সময় পানীয় জল, শৌচাগার সুবিধাও পাননি বলে অভিযোগ অভিনেত্রীর। কোনো উড়োজাহাজ সংস্থার নাম উল্লেখ না করে সোমবার ইনস্টাগ্রামে নিজের তিক্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন রাধিকা।

এ ঘটনায় উড়োজাহাজ সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাধিকা আপ্তে। তিনি পোস্টের শেষে আরও বলেন, সবাই ভেতরে আটকে রয়েছেন। পানীয় জল বা শৌচাগার নেই। সেখানে কর্তব্যরত কর্মীরাও কিছু বলতে পারছিলেন না যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *