সুবর্ণবাঙলা বিনোদন ডেস্ক
চলতি মাসের শেষে বড়পর্দায় আছড়ে পড়তে চলেছে ‘বার্বি ম্যানিয়া’। তার আগেই ‘বার্বি কোর’ জ্বরে কাঁপছে হলিউড থেকে বলিউড। এই অসুখের বড় লক্ষ্মণ, ‘গোলাপি’ নেশা! গোলাপি রঙের প্রতি প্রবল ভালবাসা! যে কোনও ধরনের গোলাপি হোক। গাঢ়, শকিং, পেলব কিংবা নরম। ‘সোনার হরিণ’-এর নায়িকাদের নতুন চাহিদা, ‘আমার গোলাপি রং চাই’!
পোশাক-আশাকের কথা বাদই দিন।
জুতো, বিছানার চাদর, পিলো কভার, রোদচশমা, রূপটান, হাতের দস্তানা, পায়ের মোজা— সবেতেই গোলাপি মায়া! চলচ্চিত্র উৎসবের লাল কার্পেট হোক ফ্যাশন শুট— পিঙ্ক এখন ইন থিং। সৌজন্যে, কিশোরীদের স্বপ্নসঙ্গিনী বার্বি পুতুল। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, নোরা ফতেহি— সবাই রঙিন এই রঙে। পিছিয়ে নেই বাংলাদেশও। সম্প্রতি, দুই বাংলার বাংলার রাফিয়াত রশিদ মিথিলা ‘মায়া’ ছড়িয়েছিলেন এই রঙেই।
দীপিকা পাড়ুকোনকেই দেখুন। ফ্যাশন উইক থেকে লাল কার্পেট— সর্বত্র তিনি বার্বি ডল। প্রত্যেক মেয়ের মনে লুকিয়ে তার কিশোরীবেলা। পুতুল খেলার দিনগুলো। আর খেলার দুনিয়ায় একটা বার্বি পুতুল থাকবে না, হয়? সময়ের সঙ্গে সঙ্গে সেই বার্বি নিজেকে বদলেছে। ফলে, ফ্যাশন দুনিয়ায় আজও সে-ই নিয়ন্তা। তার নাম ছবি হচ্ছে। সেই বার্বি ২০১৯-এর মেট গালা-য় যেন দীপিকায় মিশে গিয়েছিল। জ্যাক পোসেনের তৈরি অফ শোল্ডার গাউনে থ্রি-ডি এফেক্ট।
সঙ্গে বিশাল টিউল ট্রেন। দীপিকা মোহে জড়িয়ে গিয়েছিল পাশ্চাত্য।
গোলাপি রঙের প্রতি প্রবল প্রেম অনন্যা পান্ডের। তিনি ওই বিশেষ রঙের বডিকনে নিজেকে সাজিয়েছিলেন। ওয়ান শোল্ডার গোলাপি পোশাকের সঙ্গে মানানসই রূপটান আর চুলের সজ্জা। সব মিলিয়ে যেন জীবন্ত বার্বি ডল। নোরা ফতেহি। এই মুহূর্তের সেনসেশন। নোরার অফ শোল্ডার গোলাপি গাউন তাঁর মতোই নেশা ধরায়! খোলা চুলে গায়িকা-নায়িকা যখন এসে দাঁড়িয়েছেন, মনে হয়েছে এই সাজ বুঝি তাঁকে ভেবেই তৈরি।