আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসছে ওষুধ!

বিজ্ঞান ও প্রযুক্তি

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে যে কয়েকটি ক্ষেত্রে তোলপাড় করবে, তার অন্যতম হল স্বাস্থ্যক্ষেত্র। ইতিমধ্যেই এই ক্ষেত্রে কামাল দেখানো শুরু করে দিয়েছে এআই। বড় কোনও অঘটন না ঘটলে শীঘ্রই আত্মপ্রকাশ হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি পৃথিবীর প্রথম ওষুধের। হংকং-এর একটি স্টার্ট আপ ২০২০ সালে এআই-এর প্রয়োগে উদ্ভাবন করেছিল ওষুধটির। ব্যবহার করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সপ্তাহেই শুরু হচ্ছে ওষুধটির ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়াল। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামে এক প্রাণঘাতী ফুসফুসের রোগ সারাতে বাজারে আনা হবে ওষুধটি।

প্রসঙ্গত, ঠিকমতো চিকিৎসা না-হলে ২-৫ বছরের মধ্যে এই রোগীদের মৃত্যুর আশঙ্কা থাকে।
গবেষক মহলের দাবি, আরও বেশ কিছু কোম্পানি এআই জেনারেটেড ড্রাগ আবিষ্কার করবার চেষ্টা চালিয়েছে। চলছে ক্লিনিক্যাল ট্রায়ালও। কিন্তু এটি বিশ্বের প্রথম ওষুধ, যেটি ‘নভেল এ আই ডিসকভার্ড টার্গেট’ এবং ‘নভেল এআই জেনারেটেড ডিজাইন’-এ তৈরি। প্রসঙ্গত, এই ড্রাগ ডিজাইনে ওষুধের নতুন মলিকিউল বা নয়া উপাদান তৈরির কাজে এআই ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এআই প্রযুক্তি যে কাজ করছে, তা ক্লিনিক্যাল ট্রায়ালেও প্রমাণিত হয়েছে।

সূত্রের খবর, এই দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালটি আমেরিকা এবং চীনের ৪০টি হাসপাতালে চলবে ১২ সপ্তাহ ধরে। সেটি সফল হলে কয়েক হাজার রোগীকে নিয়ে চলবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কী বলছেন চিকিৎসকরা? বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব শীল বলেন, আমরা চাই বা না চাই, এআই-ই হল ভবিষ্যৎ। স্বাস্থ্যক্ষেত্রে এর ব্য‌বহার হবে আরও বেশি। প্রযুক্তিকে স্বাগত জানাই। কিন্তু প্রযুক্তির অপব্যবহারও যাতে না-হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা উচিত।

সোজা কথায়, রথের রশি যেন দক্ষ চিকিৎসকের হাতেই থাকে। রাজ্যজুড়ে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার বলেন, বর্তমানে হংকং-এর ওই একই সংস্থা এআই মডেলে আরও দুটি ওষুধ তৈরির কাজ চালাচ্ছে। একটি করোনার ওষুধ, অন্যটি ক্যান্সারের। ফেজ-১ পর্যায়ে রয়েছে গবেষণাটি। তিনি বলেন, এআই মডেলে ওষুধের নতুন মলিকিউল বা ডিজাইন আসবে। কিন্তু ট্রায়াল সবসময়ই হবে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদের নিয়ে। এই মডেলে লাভ কী? স্নেহেন্দুবাবু বলেন, লাভই লাভ! খরচ, এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। কমবে মানবসম্পদের ব্যবহার, অথচ কম লাগবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *