সুবর্ণবাঙলা প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক গৃহবধূকে অচেতন করে ধর্ষণের চেষ্টা চালিয়েছে তিন বখাটে। এ ঘটনায় আইউব আলী বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বাদী জানান, আইউব তার দুই সহযোগী সুমন ও রাহাতকে নিয়ে সোমবার গভীর রাতে কৌশলে গৃহবধূর ঘরে প্রবেশ করে। পরে সবাইকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। প্রথমে বাধা দিলেও এক পর্যায়ে ধস্তাধস্তিতে তিনি অচেতন হয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।
পরের দিন সকালে গৃহবধূর জ্ঞান ফিরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি বুধবার ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে পুলিশ আইউব আলীকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। প্রধান আসামি আইউব আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।