‘আশায় আছি যাতে ওই দিনটা তাড়াতাড়ি আসে’

বিনোদন

বিনোদন ডেস্ক

ক্যাটরিনা-ভিকি কৌশল

বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালের ৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কইফ।

বছর দেড়েক আগে বিয়ে করা এই দম্পতি এবার একসঙ্গে একই ছবিতে অভিনয় করছেন।

সম্প্রতি এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ভিকি কৌশল বলেন, আমি খুব আশা করছি যাতে ওই দিনটা তাড়াতাড়ি আসে। সঠিক প্রস্তাব পেলে তো আমরা দুজনেই এক সঙ্গে কাজ করতে রাজি।

বলিউড পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’ টক শোয়ে গিয়ে ভিকির কথা প্রথম উল্লেখ করেন ক্যাটরিনা। তাকে ভিকির সঙ্গে পর্দায় ভাল মানাবে বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

সে কথা কর্ণ পরের একটি পর্বে ভিকিকে জানাতেই, মজার ছলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেন অভিনেতা। তারপরেই নাকি জ়োয়া আখতারের এক পার্টিতে একে অপরের সঙ্গে পরিচিত হন ভিকি ও ক্যাটরিনা।

তাদের সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। কয়েক বছরের প্রেমের পর ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এই যুগল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *