ইউলিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন সালমান?

বিনোদন

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

বলিউডের চির কুমার সালমান খান কি তাহলে এবার সত্যিই বিয়ে করতে যাচ্ছেন। এমন না যে, জীবনে প্রেম আসেনি সালমানের জীবনে। প্রেম আগেও এসেছে তার জীবনে। একবার নয়, বারবার প্রেমে পড়েছেন। কিন্তু কোনও প্রেম যেমন পরিণতি পায়নি, তেমনই প্রেমিকাদের কাছ থেকে স্বীকৃতিও পাননি সেভাবে।

কিন্তু ৬০-এর দোরগোড়ায় পৌঁছে বোধহয় অবশেষে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা খুঁজে পেলেন বলিউড অভিনেতা সালমান খান। বিশেষ দিনে প্রেমিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা মিলল তার।

সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রেমিকা ইউলিয়া ভান্তুর সালমানের সঙ্গে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, নিজের জীবনের ‘দুই নায়কে’র কথা বলতে গিয়ে বাবার পাশে জায়গা দিলেন সালমানকে।

সম্প্রতি বাবার জন্মদিন উদ্‌যাপনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউলিয়া। আর সেই ছবিতে দেখা মিলেছে সালমানের। একটি ছবিতে বাবার কাঁধে মাথা রেখে বসে আছেন ইউলিয়া। তাদের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে সালমান।

অন্য ছবিতে, ইউলিয়ার মা ও বাবার সঙ্গে দাঁড়িয়ে অভিনেতা। একদম হাসিখুশি পরিবারের প্রতীকস্বরূপ। তবে সকলের নজর কেড়েছে ছবির সঙ্গে লেখা ইউলিয়ার ক্যাপশন। বাবা ও সালমানের সঙ্গে তোলা ছবিতে ইউলিয়া লিখেছেন, ‘দুই নায়ক’।

প্রশ্ন উঠেছে, প্রত্যেক মেয়ের জীবনে বাবা নায়কই হন। বাবার পাশে সালমানকে জায়গা দিয়ে কি সম্পর্কের গভীরতারই ইঙ্গিত দিলেন ইউলিয়া? শুধু তাই নয়, সালমান যে ইউলিয়ার পরিবারের অংশ হয়ে উঠেছেন, তা-ও স্পষ্ট ছবি দু’টিতে।

হাসিমুখে সালমানের সঙ্গে পোজ দিয়েছেন ইউলিয়ার মা-বাবা। ইউলিয়ার বাবা কখনও আবার সালমানের কাঁধে স্নেহের হাতও ছুঁয়ে রেখেছেন। যা দেখে মডেলের সঙ্গে অভিনেতার বিয়ের জল্পনা নতুন করে ডালাপালা মেলেছে।

এর কয়েক দিন আগে, সালমানের বাবা সেলিম খানের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন ইউলিয়া। তাকে নিজের ঘরের মেয়ে করে নেওয়ার জন্য সেলিমকে ধন্যবাদ জানান তিনি। এসবই দুজনের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জনের সৃষ্টি করেছে।

জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমান। সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে ভেস্তে যায়। সোমি আলির সঙ্গেও সম্পর্ক টেকেনি। তবে সালমানের দুই বহুচর্চিত সম্পর্ক ছিল ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েই গেছে। ক্যাটরিনাও সালমানের হাত ছেড়ে রণবীর কপূরের হাত ধরেন। বর্তমানে ভিকি কৌশলের ঘরণী তিনি। দীর্ঘ সময় সালমানের সঙ্গে সম্পর্ক থাকলেও, তারা সেভাবে সালমানকে স্বীকৃতি দেননি বলে অভিযোগ করেন অভিনেতার অনুরাগীরা।

তাই শেষ পর্যন্ত ইউলিয়ার সঙ্গেই সালমান সেই অধরা স্বীকৃতি পেলেন কি না, নতুন ছবি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন।

বেশ কয়েক বছর ধরেই ইউলিয়া এবং সালমানের মধ্যে সম্পর্ক বলে শোনা যায়। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বললে, তিনি যে সালমানের জীবনের অংশ, তা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন। সালমানের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাকে, সালমানের ফার্মহাউসেও দেখা গিয়েছে। আবার ইউলিয়ার জন্মদিনে সালমানকেও এলাহি আয়োজন করতে দেখা গিয়েছে। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন সালমান? প্রশ্ন অনুরাগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *