সুবর্ণবাঙলা ডিজিটাল ডেস্ক
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তাঁর ছোট ভাইকে আটকের পর বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করে ছবি: সংগৃহীত
চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার নেত্রী সুস্মিতা পাণ্ডেকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ছোট ভাই সত্যজিত পাণ্ডেকেও আটক করা হয়েছে। আজ সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে। বিকেলে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
আটক সুস্মিতা পাণ্ডে ও সত্যজিত পাণ্ডে মাগুরা সদরের ঢাকা রোড এলাকার স্বপন পাণ্ডের সন্তান। সুস্মিতা পাণ্ডে ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট এলাকায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ছোট ভাই সত্যজিত পাণ্ডে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থলবন্দরে আসেন। বেলা ১১টার দিকে তাঁরা ইমিগ্রেশনে আসেন। আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ সুস্মিতা পাণ্ডে এবং তাঁর ভাই সত্যজিত পাণ্ডেকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করেছে। তাঁরা দুজনে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি। নিউমার্কেট থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে। রাতেই তাঁদের ঢাকার নিউমার্কেট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।