বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীদের ৭০ জনকে হত্যার দাবি মস্কোর

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। বাকি হামলাকারীরা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এসব এলাকায় রুশ বিমানবাহিনী ও গোলন্দাজ বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময় হামলাকারীদের ঠেকিয়ে দেয়া হয়েছে এবং বিমান ও গোলা হামলায় তাদের ধ্বংস করা হয়েছে। অনুপ্রবেশকারী হামলাকারীদের ইউক্রেনীয় বাহিনীর অগ্রবর্তী দল বলে অভিহিত করেছে মস্কো।

রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নাভোস্তি বুধবার জানায়, রুশ অভিযানে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় নাগরিক (হামলাকারী) নিহত হয়েছে। এছাড়া চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। বুধবার বেলগোরোদ অঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কোজিনকা অনুপ্রবেশকারীদের হামলায় এক জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় তাদের হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। এরইমধ্যে সীমান্তবর্তী ৯টি গ্রামের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *