‘বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে’: বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

করোনা বা কোভিড-১৯ মহামারীর চেয়েও মারাত্মক কিছু দেখা দিতে পারে আগামীতে, এমন শঙ্কার কথা জানিয়ে পরবর্তী মহামারীর বিষয়ে বিশ্বকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তিনি। খবর সিবিএস নিউজের।

মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, আগামীতে মহামারী আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বব্যাপী ৬৯ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, কোভিড মহামারী দেখিয়েছে সবাইকে আরও সুরক্ষিত থাকতে হবে।

তিনি আরও বলেন, যে পরিবর্তনগুলো করতে হবে তা যদি আমরা না করি, তাহলে কে করবে? এবং যদি আমরা এখন সেগুলো না করি, তাহলে কখন করবো? আমাদের অবশ্যই সম্মিলিতভাবে প্রস্তুত থাকতে হবে।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত মার্কিন বিজ্ঞানীরা ৯০০টিরও বেশি নতুন ভাইরাস আবিষ্কার করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে রোগজীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ছে, যা ভবিষ্যতে মহামারী হিসেবে দেখা দিতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার। তবে গেলো কয়েক মাসে শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *