সুবর্ণবাঙলা ডেস্ক
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গেল এক তরুণ। মঙ্গলবার এ ঘটনা ঘটে। বুধবার এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে আতার নামে এক তরুণ রেললাইনের মাঝে শুয়ে আছে। এ সময় তার ওপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজের একটি ট্রেন। পাশ থেকে পথচারীরা ওই তরুণকে বলছেন, নড়াচড়া না করে মাথা নিচু করে থাকতে। এভাবে মিনিট দেড় পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে সে।
প্রত্যক্ষদর্শী জানান, ওই তরুণ তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁট ছিল। এ সময় রেললাইনে পড়ে যায়। ওই সময় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসতে দেখে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় কোনো বিপদ হয়নি। তবে ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস সমকালকে বলেন, বিষয়টি জেনেছি। এটা মঙ্গলবারের ঘটনা। তবে ওই ঘটনায় রেল লাইনে শুয়ে পড়া তরুণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।