সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
উপমহাদেশে পারিবারিক বিয়ে আয়োজনে অন্যতম বিষয় হয়ে দাঁড়ায় দুই পরিবারের আচার ও আচরণ। সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মেপে দেখা হয় শিক্ষা ও ভদ্রতা। এসবের কোনটায় গোলমাল বা কম বেশি হলেই বিপদ। ভেঙে যেতে পারে বিয়ের সব আয়োজন।
তেমনই এক ঘটনার উদাহরণ হলো ভারতের উত্তরপ্রদেশের সম্ভল গ্রাম। বিয়ের অনুষ্ঠানে হবু বউ এবং শাশুড়ির অসভ্য আচরণের কারণে বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেন হবু বর। সে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে ফিরে যান নিজ গ্রামে।
বিয়ে ভেঙে যেতেই সাড়া পড়ে যায় উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে। সেখান থেকে আশপাশের গ্রামে। আর ঘটনাটি সামাজিক মাধ্যমে আসতেই রীতিমতো ভাইরাল। সবচেয়ে বড় যে অভিযোগ, তা হলো বহু বউয়ের মায়ের প্রকাশ্যে ধূমপান এবং বউয়ের অসভ্য আচরণ।
বরের বাড়ির অভিযোগ, বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের চুম্বন করে স্বাগত জানাচ্ছিলেন হবু বউ। কনের এমন দৃষ্টিকটু আচরণ দেখে বরযাত্রী চরম নিন্দা করে। মেয়ের চেয়ে দু’কাঠি উপরে মা। মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাঝে ধূমপান করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
মা-মেয়ের কীর্তি দেখে অস্বস্তিতে পড়েন বর। শেষ পর্যন্ত পরিবারকে জানিয়ে দেন, এই বিয়ে তিনি আর করতে রাজি নন। বিয়ের সিদ্ধান্ত বাতিল করে বরযাত্রী নিয়ে ফিরে আসতে বাধ্য হন তিনি। তার সঙ্গে সায় দিয়েছে পরিবারও। মেয়ের বাড়িকে তুলোধুনো করে চলে যান তারা।
বরের বাড়ি জানায়, বিয়ের দিন বরযাত্রী নিয়ে হবু কনের বাড়িতে পৌঁছাতেই তারা সবাই মিলে স্বাগত জানায় তাদের। কিন্তু তার পরেই ঘটল যত কাণ্ড। হবু কনের মা অদ্ভুত আচরণ করতে থাকেন। প্রকাশ্যে সিগারেট জ্বালিয়ে ধূমপানে মেতে ওঠেন।
শুধু তাই নয়, বিয়ে বাড়ির এদিক ওদিক নেচে বেরাতে শুরু করেন। সিগারেট খেয়ে সেই ধোঁয়া অতিথিদের মুখে ছাড়েন। সিগারেটের ধোয়া নিয়ে নানা ধরনের কারসাজি করে দেখাতে থাকেন। এই নারীর আচরণে রীতিমতো হতচকিত হয়ে পড়ের বর পক্ষের সবাই।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে কাঁচা বাজারে নিষিদ্ধ হলো প্লাস্টিক ব্যাগ
ছেলের বিয়ে ভাঙার সিদ্ধান্ত সম্পর্কে ববা জানান, এই বিয়ে ভাঙার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। মা মেয়ের অভদ্র আচরণের কারণেই আমার ছেলে বিয়ে ভাঙতে বাধ্য হয়েছে। এই দুই নারীর আচরণ সব ধরনের সীমা ছাড়িয়ে যায়। এমন পরিবারের সঙ্গে ছেলে বিয়ে দেয়া সম্ভব নয়।